দেশজুড়ে

সিলেটে দুই ল্যাবে আরও ১৩৭ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২০ , ১১:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগে নতুন করে আরও ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ১০১ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩৫৪ জন। গত ২৪ ঘন্টায় ২২৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এই সময়ে করোনায় কেউ মারা যাননি। সর্বমোট সিলেটে ৬ হাজার ৯১৬ জন করোনা আক্রান্ত সুস্থ হলেন।

দু’টি ল্যাব মিলে সিলেট জেলার ৪৯ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ২৩ জন ও মৌলভীবাজারের ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেটে ৫ হাজার ৪৭০ জন, সুনামগঞ্জে এক হাজার ৯৭৬ জন, হবিগঞ্জে এক হাজার ৪৮৪ জন ও মৌলভীবাজারে এক হাজার ৪২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরনবী জুয়েল জানান, মঙ্গলবার তাদের ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ২৩ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে এদিন ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ১৩৮ জন প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন।

আরও খবর

Sponsered content

Powered by