দেশজুড়ে

সিলেট সিটি পয়েন্ট এখন কামরান চত্বর!

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৮:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ

সিলেট সিটি পয়েন্ট এখন কামরান চত্বর!

সিলেট ব্যুরো : সিলেট সিটি করপোরেশনের সামনের স্থানটি এতোদিন সিটি পয়েন্ট নামে পরিচিত ছিলো। কিন্তু গত রোববার রাতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিটি পয়েন্টে নির্মিত নতুন স্থাপনার উদ্বোধনকালে পয়েন্টটিকে ‘নগর চত্বর’ হিসেবে নামকরণ করেন। তবে সোমবার দুপুরে নগর চত্বর হিসেবে নামকরণ করা চত্বরকে ‘কামরান চত্বর’ নামকরণ করে একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সিলেট আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল করে এসে ওই চত্বরকে কামরান চত্বর লেখা সাইনবোর্ড টানিয়ে দেন। এসময় তারা বিক্ষোভ সমাবেশ করে অভিলম্বে সিটি করপোরেশন থেকে আনুষ্ঠানিকভাবে কামরান চত্বর হিসেবে ঘোষণার দাবি জানান। বিক্ষোভ সমাবেশ তারা বলেন, বদর উদ্দিন আহমদ কামরান দীর্ঘ ৩৩ বছর এই নগরীর সেবায় জনপ্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। সিলেটের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় পাশে থেকেছেন। তার নামে এই চত্বরের নামকরণ সিলেটবাসীর দাবি। নগর ভবনের সামনের এই চত্বরকে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের নামে নামকরণ করার দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছেন। গত ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতা কামরান। এরপর থেকেই সিটি পয়েন্টকে কামরান চত্বর করার দাবি উঠে। তবে এমন দাবি আমলে না নিয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিটি পয়েন্টকে নগর চত্বর করায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোমবার দুপুরে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে এসে গতকাল উদ্বোধন হওয়া ‘নগর চত্বর’ সাইনবোর্ড খুলে ‘কামরান চত্বর’ নামের নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন। সিলেট সিটি করপোরেশনের দুই কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও আফতাব হোসেন খানও এতে সংহতি প্রকাশ করে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম. রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াসি দিনার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, সাইফুল আহমদ ছফু ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by