দেশজুড়ে

সীতাকুণ্ডের ফিল্ড হাসাপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩ জন

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৫:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : উপজেলার ফৌজদারহাট এলাকায় প্রতিষ্ঠিত মহামারি করোনাভাইস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম ৬০ শয্যার ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে বর্তমানে ৮জন রয়েছে। বাকি তিনজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত ফিল্ড হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া।

গত ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা থেকে এই হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চিকিৎসার জন্য ৬ পুলিশ সদস্যকে বিশেষায়িত এ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের জ্বর, সর্দী ও কাশি উপসর্গ ছিলো।

এর আগে অতিরিক্ত পুলিশ কমিশনার ( প্রশাসন ও অর্থ) আমেনা বেগমের নেতৃত্বে সিএমপি’র একটি টিম ২৭ এপ্রিল চট্টগ্রাম ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। তাদের স্বাস্থ্য সেবার পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের ফ্লু কর্ণারে থাকা ৬ জন পুলিশ সদস্যকে উক্ত হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by