দেশজুড়ে

সীতাকুণ্ডে “তথ্য আপা” নারীর ক্ষমতায়ন শীর্যক উঠান বৈঠক অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২১ , ৫:১৬:১৯ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই শ্লোগানকে সামনে রেখে “তথ্য আপা” সীতাকুণ্ড কর্তৃক মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আমান উল্ল্যাহ ভুইয়ার নতুন বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা  কর্তৃক বাস্তবায়িত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পযার্য়) শীর্যক ৩৭তম উঠান বৈঠক উপজেলার তথ্য আপা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
তথ্য আপা উপজেলা সহকারী নাসরিন আজাদীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজি,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ভুইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন  তথ্যসেবা সহকারি নাহিদ সুলতানা, অফিস সহায়ক জান্নাতুল ফেরদৌস, আনসার কমান্ডার কাঞ্চনা আক্তার প্রমুখ। উঠান বৈঠক শেষে ৫০ জন সেবা প্রাথীকে তথ্য আপা সীতাকুণ্ড এর পক্ষে সম্মানী ভাতা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

আরও খবর

Sponsered content

Powered by