চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে সংবাদ সন্মেলন

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ৫:০১:০১ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড (চট্টগ্রাম) :      

          পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের মেয়রের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও বেআইনিভাবে সীতাকুণ্ড পৌরসভার কার্যালয় এবং পৌর এলাকার সড়ক বাতির বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করার বাড়বকুণ্ড বিদুৎ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ এর বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে সীতাকুণ্ড পৌরসভা।

সোমবার(৩ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বদিউল আলম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নিয়মানুযায়ী পৌর কর্তৃপক্ষ প্রতি ৬ মাসে বিদ্যুৎ বিল শোধ করে। তেমনি গত ২৬ জুন ১২ লাখ ৬৭ হাজার টাকা বিল শোধ করতে জনতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ। তবে পৌর-কর্তৃপক্ষের ব্যাংক অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে হওয়ায় টাকা ছাড় হতে কয়েক ঘণ্টা দেরি হয়। বিষয়টি জানানোর পরও প্রকৌশলী নাফিজ ইমতিয়াজ পৌরসভার সব সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করতে উপস্থিত কাউন্সিলরদের সঙ্গে প্রকৌশলীর সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী নাফিজ ইমতিয়াজ বলেন, বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করার প্রশ্নই আসেনা। সরকারের স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। গত ২৬ জুন ছিল জুন ক্লোজিং তাই রাজস্ব আদায়ের জন্যে কর্তৃপক্ষের নির্দেশে লাইন বিচ্ছিন্ন করতে যায়। তারা বিল পরিশোধের কোন কাগজ দেখাতে পারেনি। এর আগে আমরা ২১ জুনের মধ্যে বিল পরিশোধ করার নোটিশ দেওয়া হয়েছিল। তারা নোটিশটা রিসিভও করেছেন ১৯ জুন। ওইদিন সংযোগ বিচ্ছিন্ন করকে গেলে তারা আমাকে জোড় করে পৌর সভার একটি রুমে আটকে রাখে। এসময় আমাকে হুমকি ধমকি এবং গালাগাল করেন, কাউন্সিল ফজলে এলাহি পায়েল আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি বিষয়টি ফোনে জানালে পুলিশ এসে আমাকে উদ্ধার করেন। এরপর আমি থানায় অভিযোগ দায়ের করি। এদিকে প্রকৌশলী নাফিজ ইমতিয়াজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সন্মেলনে পৌরসভার সব কাউন্সিল উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content

Powered by