চট্টগ্রাম

চন্দ্রগঞ্জে লক্ষ্মীপুর পুলিশ সুপারের মতবিনিময় সভা

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৭:৫৬:৩৫ প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ হাছান, চন্দ্রগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের সাথে ল²ীপুর জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় চন্দ্রগঞ্জ বাজারস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. আলাউদ্দিন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, থানা আওয়ামীলীগের সা. সম্পাদক আবদুল ওহাব, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সাংবাদিক রফিকুল ইসলামসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সর্বস্তরের সাধারন জনগণ।

উপস্থিত বক্তারা চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। উল্লেখযোগ্য ইভটিজিং, যানযট, কিশোর অপরাধ, চুরি-ডাকাতি ও এলাকা ভিত্তিক বিশেষ বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করেন।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ তার বক্তব্যে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্নে পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে সোচ্চার থাকার জন্য আহবান করেন ।

এছাড়াও জেলার আইনশৃঙ্খলা তথা চন্দ্রগঞ্জ থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে জেলা পুলিশ সব সময় কাজ করে যাবে। দলমত নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে আলোচনা হয়। এছাড়াও উপস্থিত বক্তারা যেসকল সমস্যার কথা উল্লেখ করেছেন সেগুলো নির্মুলেও জেলা পুলিশ কঠোর হস্তে কাজ করবেন বলে জানানো হয় ।

আরও খবর

Sponsered content

Powered by