ময়মনসিংহ

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যেমে নাদিম হত্যার বিচার হবে-আবুল কালাম আজাদ এমপি

  প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৭:০৯:৫৯ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যেমে বিচার হবে। তদন্তে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে তারা যতোই ক্ষমতাধর হোক ছাড় দেওয়া হবেনা। তাদের আইন অনুযায়ী বিচার হয়।

মঙ্গলবার (২০ জুন) দুপুরের নিলক্ষিয়া ইউনিয়নে গুমেরচর সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের গ্রামের বাড়িতে পরিবারের খোঁজখবর ও নিহত নাদিমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও লুৎফুন নাহার, সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইমুম,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিক নাদিমের মৃত্যু হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by