খেলাধুলা

সেই জিম্বাবুয়ের বিপক্ষে আবারো লিটনের সেঞ্চুরি

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৫:২৫:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। দলের বিপদে হাল ধরে একাই লড়াই চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।

 

ক্যারিয়ারের ৪ সেঞ্চুরির ৩টিই জিম্বাবুয়ের বিপক্ষে করলেন লিটন। এর আগে গতবছরের মার্চে সিলেটে এই জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ২টি সেঞ্চুরি হাঁকান তিনি। সিরিজের শেষ ম্যাচে খেলেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস।

 

 

 

সেই ইনিংসের পর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে আরো ৮টি ওয়ানডে ম্যাচ খেলেন লিটন দাস। সেই ম্যাচগুলোতে তার রান যথাক্রমে ১৪, ২২, ০, ১৯, ০, ২১, ০, ২৫। সবমিলিয়ে ১০১ রান।

 

তবে নিজের পয়া প্রতিপক্ষ জিম্বাবুয়েকে পেয়ে আবারো রানখরা কাটালেন লিটন। এরইমধ্যে তুলে নিয়েছেন সেঞ্চুরি। জিম্বাবুয়েতে নিজের ১ম ওয়ানডে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকালেন এই ডানহাতি ওপেনার।

 

 

 

শুরুতে স্কোরবোর্ডে কোন রান না তোলার আগেই তামিম ইকবালের বিদায়ের পর একপ্রান্ত আগলে রাখেন লিটন দাস। অন্যপ্রান্তে একে একে বিদায় নেন সাকিব, মিঠুন-মোসাদ্দেকরা। সেঞ্চুরি তুলে ১০২ রান করে আউট হন লিটন দাস।

 

Powered by