রাজশাহী

সোনাতলায় ছেলেকে মারপিটের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৮:৫৭:১৪ প্রিন্ট সংস্করণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সোনাতলা প্রেসক্লাবে বেলা এগারোটায় ছেলেকে মারপিটের প্রতিবাদে সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের নুরুল ইসলাম আকন্দ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ছেলে রবিউল ইসলাম রকি সোনাতলাস্থ মেসার্স দোয়েল এন্টার প্রাইজ স্বতা¡ধিকারী শফিকুল ইসলাম এর সাইট ম্যানেজার হিসাবে কর্মরত। গত ২ জুলাই সন্ধ্যা ছয়টায় সুজাইতপুর গ্রামে দোয়েল এন্টার প্রাইজের চাতালে কাজ করার সময় পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের সুকুমারের ছেলে সুজন, সুজাইতপুর গ্রামের আশরাফের ছেলে শহীদ, ওয়াহেদের ছেলে নয়ন, জয়নালের ছেলে আপেল, বুলবুলের ছেলে সুজন, মিন্টুর ছেলে মেহেদী, মৃত তছলিমের ছেলে রফিকসহ আরও পাঁচ, ছয় জন যুবক দলবদ্ধ হয়ে হাতে রাম দা লাঠি, রডসহ অন্যন্যা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত হামলা চালিয়ে আমার ছেলেকে এলোপাথারি মারপিট করে রক্তাক্ত জখম করে। আমার ছেলে রকি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা আমার ছেলের কাছে থাকা লেবার মুজুরির চল্লিশ হাজার টাকা ও একটি স্যামস্যাং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে নুরুল ইসলাম আকন্দ তার ছেলেকে মারপিটের ঘটনায় সুষ্ঠ তদন্তপূর্বক দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে দোয়েল এন্টার প্রাইজের স্বত্ত¡াধিকারী শফিকুল ইসলাম, আহত রকির শ্বশুর আহম্মেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Powered by