দেশজুড়ে

স্ত্রী-ছেলেসহ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করোনায় আক্রান্ত

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ১২:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

স্ত্রী ও এক ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। পরিবারের দুই সদস্যসহ বিভাগীয় কমিশনারের করোনায় আক্রান্তের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব (পিএস) ইখতিয়ার উদ্দিন আরাফাত। বিভাগীয় কমিশনারসহ করোনায় আক্রান্ত পরিবারের দুই সদস্য বর্তমানে ডিসি হিলের বাংলোতে (নিজ বাসভবনে) হোম আইসোলেশনে আছেন বলেও জানান তিনি। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়- উপসর্গ দেখা দিলে ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বিভাগীয় কমিশনারের স্ত্রী ও এক ছেলের নমুনা নেয়া হয়। ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরিবারের দুই সদস্যের করোনা শনাক্তের পরদিন শুক্রবার বিভাগীয় কমিশনার এবিএম আজাদও নমুনা দেন। ওই দিন রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে বিভাগীয় কমিশনারের শরীরেও করোনা পজিটিভ শনাক্তের কথা জানানো হয়। প্রসঙ্গত, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ চট্টগ্রাম বিভাগীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও খবর

Sponsered content

Powered by