বাংলাদেশ

স্থগিত এসএসসি পরীক্ষার সময় প্রকাশ

  প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৪:৩৫:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ও ২৮ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ময়মনসিংহ ও বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার স্থগিত বিষয়ের পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্রগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত,পালি, শারীরিক শিক্ষা ও ত্রীড়া এবং চারু ও কারুকলা পরীক্ষা ২৮ মে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content

Powered by