বাংলাদেশ

কাতারে করোনা আক্রান্ত প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছেই

  প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ১:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ

কাতারে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ১২ হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, ১৮ জন বাংলাদেশিসহ মারা গেছেন ১০৬ জন। এতো বেশি বাংলাদেশি আক্রান্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মধ্যে। ২৮ লাখ জনসংখ্যার দেশটিতে ভাইরাসটিতে প্রায় ৯২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। সুস্থ ৭৪ হাজারের বেশি।

কাতারে করোনাভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশির সংখ্যা বাড়ছেই। দূতাবাসের তথ্য অনুযায়ী ১২ হাজার বাংলাদেশি আক্রান্তের পাশাপাশি মারা গেছেন অন্তত ১৮ জন। গত বুধবার প্রবীণ এক কমিউনিটির নেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে প্রবাসীদের মাঝে।

প্রবাসী বাংলাদেশিরা জানায়, আমরা যারা প্রবাসী আছি, তারা যেন সবাই কাতার সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলি।

করোনার কারণে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে কমিউনিটির অনেক সিনিয়র নেতা আক্রান্ত হয়েছেন।

কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা দিদারুল আলম আরজু বলেন, এরই মাঝে আমাদের বাংলাদেশি কমিউনিটির এক প্রবীণ নেতা মারা গেছে। আমরা এতে শোকাহত।

এদিকে, কাতারে করোনায় আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানান দূতাবাসের কাউন্সিলর।

কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, শুধু করোনা সংক্রমণ না যারা মারা যাচ্ছে তাদের অনেকেরই নানা সমস্যা ছিলো।

কাতারে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে বিভিন্ন পেশায় ৪ লাখ ১৬ হাজার বাংলাদেশি কর্মরত আছেন।

আরও খবর

Sponsered content

Powered by