আন্তর্জাতিক

হাজারো মানুষের শ্রদ্ধায় সিক্ত শিনজো আবে

  প্রতিনিধি ১২ জুলাই ২০২২ , ৫:২৯:১৪ প্রিন্ট সংস্করণ

শিনজো আবের মরদেহ বহন করা গাড়ি। ছবি: বিবিসি

ভোরের দর্পণ ডেস্ক:

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১২ জুলাই) শেষকৃত্য অনুষ্ঠানে দেশটির হাজার হাজার শোকার্ত মানুষ আবেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠানে উপলক্ষে অসংখ্য মানুষ টোকিওর রাস্তায় জড়ো হন। তার মরদেহ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় তাকে শ্রদ্ধা জানান তারা।

এসময় অনেকের হাতে প্ল্যাকার্ডে লিখা ছিল, ‘ধন্যবাদ, আবে’, ‘বিদায়, আবে’। কয়েক হাজার শোকার্ত মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান। পুরো টোকিওতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

পারিবারিকভাবে ছোট পরিসরে শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠান স্থানীয় জোজোজি মন্দিরে আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৮ জুলাই) নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে ঘাতকের গুলিতে প্রাণ হারান ৬৭ বছর বয়সী শিনজো আবে। তাকে হত্যার ঘটনায় ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার বিষয়টি তিনি স্বীকারও করেছেন।

২০০৬ সালে প্রথমবার জাপানের প্রধানমন্ত্রী হন আবে। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।

আরও খবর

Sponsered content

Powered by