দেশজুড়ে

হাটহাজারীতে বর্ষা মাল্টিপারপাস লিঃ এর খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৪:৩১:৫৪ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানের মত হাটহাজারীতেও চলছে লকডাউন। এতে করে হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দৈনিক খাবার-দাবার যোগাড় করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। জাতির এমন চরম সংকটে ক্ষুধাকাতর ১৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

আজ সোমবার (৪এপ্রিল) হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন এ প্রতিষ্টানটি। এ ব্যাপারে বর্ষা মাল্টিপারপাস ডেভেলপমেন্ট সোসাইটি লিঃ এর চেয়ারম্যান লিটন মহাজন জানান, করোনাভাইরাস সংকট মোকাবেলায় গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। জাতির এমন দূর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। সে ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০ শতাধিক পরিবারের কাছে উপহার স্বরূপ ‘ভালোবাসার ত্রাণ সামগ্রী’ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব (একাংশ) এর সভাপতি কেশব কুমার বড়ুয়া,হাটহাজারী উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কুমার নাথ,হাটহাজারী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সুলতানুল আলম চৌধুরী,স্থানীয় ইউপি সদস্য শফিউল আজম,হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ,বর্ষার উপদেস্টা টিটু বনিক,সুভাষ নাথ,বিধান বনিক ও হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের যুগ্ন- সম্পাদক ছোটন দাশ প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by