দেশজুড়ে

হাটহাজারীতে বিভিন্ন রেষ্টুরেন্টে অভিযান

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২২ , ৭:২৭:০৮ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

হাটহাজারীতে বিভিন্ন রেষ্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে। এসময় ৬ টি রেষ্টুরেন্ট কে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।

অভিযানে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪’ অনুযায়ী লাইসেন্স, পরিচ্ছন্নতা ও খাবারের মান সংক্রান্ত নন কমপ্লায়েন্সের অভিযোগে দরবার হোটেল এন্ড বিরিয়ানি হাউসকে ১৫ হাজার, দরবার হোটেল এন্ড রেস্টুরেন্ট ১০ হাজার, আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার, শাহজাহান হোটেল ১০হাজার, ভাতঘর ও বিরানি হাউস ১০হাজার ও লোকমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট ১৫হাজার সহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সত্যতা নিশ্চিত করে নির্বাহী অফিসার বলেন, জরিমানার পাশাপশি পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদানসহ তাদেরকে লাইসেন্সের আবেদন ফরম সরবরাহ করা হয় এবং ৭ দিনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স সংগ্রহের নির্দেশনাও প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by