দেশজুড়ে

১১ নারীকে সম্মাননা দিলো রংপুর জেলা প্রশাসন

  প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ৭:৫৩:০৬ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:

আন্তর্জাতিক নারী দিবসে করোনাকালীন সমাজের ভালো কাজ করায় ১১ নারীকে সন্মাননা দিলো রংপুর জেলা প্রশাসন। সোমবার দুপুরে টাউনহলে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর রংপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।

এসময় বিশেষ ছিলেন- অতিথির রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জাতীয় মহিলা সংস্থা রংপুরের সভাপতি রোজি রহমান, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি। পরে নারীকে সমাজ ও দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা ও করোনাকালীন সমাজে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১১ জন নারীকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by