দেশজুড়ে

৫৩ বছর পেরিয়ে গেছে তবু রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি শহীদ হারুন

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২২ , ৫:২৮:৩১ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:

২৭ জানুয়ারি শহীদ হারুন দিবস। ময়মনসিংহের গৌরীপুরে পুস্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ হারুন দিবস পালিত হয়েছে। ১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পূর্ব-পাকিস্তানি শাসকের পতনের দাবিতে গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন গৌরীপুর কলেজের ছাত্র আজিজুল হক হারুন। হারুনের এ মৃত্যু ওই সময়ের ছাত্র আন্দোলনকে গণঅভ্যুত্থানে নতুন মাত্রা পায়। কিন্তু ৫৩ বছর পরেও জাতীয়ভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি এ বীর শহীদের।

স্থানীয়রা জানায়, ৬ দফা ও ১১ দফা দাবিতে ১৯৬৯ সালের ২৭ জানুয়ারি ছাত্র আন্দোলনের মিছিলটি উপজেলার গোবিন্দবাড়ীর সামনে আসতেই ওই সময়ের মহকুমা প্রশাসনের নেতৃত্বে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।

মিছিলটি ফের মধ্যবাজার পর্যন্ত যেতেই গুলি চালায় পুলিশ। নিভে যায় গৌরীপুর কলেজের ছাত্র আজিজুল হক হারুনের জীবন প্রদীপ।

পরে শহীদ হারুনের লাশ আটকে রেখে শহরে ১৪৪ ধারা জারি ও ১৭ ছাত্র নেতার নামে হুলিয়া জারি করে পুলিশ। ঘটনার দু’দিন পর হারুনের লাশ প্রশাসনের তত্ত্বাবধানে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের সামারুল্লাহ গ্রামে নিয়ে আসা হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।

মুক্তিযুদ্ধের পর শহীদ হারুন যে স্থানে গুলিবিদ্ধ হন সেই স্থানের পাশেই তৎকালীন ধানমহাল এলাকাকে শহীদ হারুন পার্ক হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে পার্কটিতে গড়ে উঠে শহীদ মিনার।

এরপর থেকেই প্রতি বছর গৌরীপুরে ২৭ জানুয়ারি ‘শহীদ হারুন দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। উপজেলার বিভিন্ন রাজনৈতিক-সামজিক সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।

শহীদ হারুন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ জানান, শহীদ হারুনের আত্মদান আইয়ুব বিরোধী গণআন্দোলনে নতুন মাত্রা যোগ করে। কিন্তু দীর্ঘ ৫৩ বছরেও এই বীর শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়াটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করছে।

এদিকে, শহীদ হারুন দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ হারুন স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
হারুন স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল প্রভাতফেরী, কালো ব্যাজ ধারন ও শহীদ হারুনের প্রতি শ্রদ্ধা নিবেদন, দুপুর ১২টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল।

শহীদ হারুন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ওস্তাদ এম.এ হাই এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নিলুফা আন্জুম পপি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, সংগঠনের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা রহিমুদ্দিন, আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার রন্টি, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by