খেলাধুলা

৫৯ রানে হেরে সেমির শঙ্কায় বাংলাদেশ

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২২ , ৫:৫৯:০১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

এশিয়া কাপে ভারতের কাছে ৫৯ রানে হেরে গেল বাংলাদেশের নারীরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে নিগার সুলতানারা। এর আগে দুপুরে সিলেটে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৫৯ রান।

মালেশিয়ার সাথে বড় জয় সঙ্গী করে আজ শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। বিপরীতে আগের ম্যাচে ভারত হেরেছে পাকিস্তানের কাছে। তবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারত। নিজেদের ব্যাটিং ইনিংসের প্রথম ১৫ ওভার পাত্তায় দেয়নি বাংলাদেশের বোলারদের।

একাদশে বোলার সংখ্যা বাড়িয়েও ভারতের আগ্রাসন থেকে বাঁচতে পারেনি বাংলাদেশ। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ভারতীয় নারীরা সংগ্রহ করে ৫৯ রান। স্মৃতি মান্দানা আর শেফালি বার্মায় যেন অসহায় হয়ে পড়ে বাংলাদেশ।

শুরুটা গত ম্যাচের সেরা বোলার তৃষ্ণার এক ওভারে ১৭ রানের পর নাহিদা আক্তারের এক ওভারেও আসে ১৭ রান। ১০ ওভার শেষে বিনা উইকেটে স্কোরকার্ডে ৯১ রান।

ব্রেক থেকে ফেরার পর প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৩৮ বলে ৪৭ রানে রান আউটের শিকার হয়ে ফিরে যান স্মৃতি মান্দানা। ১৫তম ওভারে ফেরেন শেফালিও। রুমানার বলে বোল্ড হওয়ার আগে করেন ৪৪ বলে ৫৫ রান। পরের ওভারে বোলিংয়ে এসে আরো দুটি উইকেট শিকার করেন রুমানা, এবার ফেরান রিচা ঘোষ ও কিরন প্রভুকে। শেষে রদ্রিগেজের ২৪ বলে ৩৫ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় ভারত।

১৬০ রানের লক্ষ্য তাড়া করমে নেমে সাবধানে শুরু করে বাংলাদেশ। দশম ওভারের প্রথম বলে উদ্বোধনী জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে আসে ৪৫ রান। ২৫ বলে ২১ করে ফিরে যান মুর্শিদা খাতুন। ৪০ বলে ৩০ করেন ফারজানা হক। ৪ বল পরই ফিরেন রোমানাও। রান আউটের শিকার হয়ে শূন্য রানেই ফেরেন তিনি।

তবে একপ্রান্ত আগলে দারুণ খেলতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা। তবে ১৯তম ওভারে তিনিও ফিরেন সাজঘরে। তার নামের পাশে তখন ২৯ বলে ৩৬ রান।

এর আগে রিতু মনিও ফিরে যান ১২ বলে ৪ রানে। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল দু’জনেই ফিরেন ব্যক্তিগত ১ রানে। ফলে দলীয় শতক স্পর্শ করাও তখন হুমকির মুখে। তবে ইনিংসের শেষ বলে শতক পূরণ করে বাংলাদেশ হেরে যায় ৫৯ রানের বড় ব্যবধানে। শেষ ৯ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

আরও খবর

Sponsered content

Powered by