দেশজুড়ে

৫ হাজার ন্যাশনাল কর্মী হতাশা ও কর্মহীন

  প্রতিনিধি ৯ মে ২০২০ , ৪:১৪:০৯ প্রিন্ট সংস্করণ

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : সরকারের বিভিন্ন পেশা শ্রেণির বিষয়ে সুনির্দিষ্ট কথা থাকলেও আমাদের হাজার ন্যাশনাল কর্মী  রয়েছে যারা নুত্যতম এইচএসসি পাশ, কেউ কেউ আবার বিএ এমএ পাশ তাদের মুল সার্টিফিকেট জমা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যাশনাল সার্বিস চালু করে বিগত বছর আগে কর্মীদের মাসে হাজার টাকা করে বেতনভাতাদি দিচ্ছেন

বর্তমানে মার্চ ২২ তারিখ ২০২০ থেকে বন্ধ হয়ে গেল ন্যাশনাল সার্ভিস কার্যক্রম হাজার কর্মী একটি উপজেলায় বেকারত্ব নিরসন করে দুর্ভার গতিতে নানা কার্যক্রম পরিচালিত করে আসছিল অনেকেই আবার সেলাই কাজ হাঁস মুরগী পালন, গরুর খামারি হিসেবে গড়ে উঠে আত্ম স্বাভলম্বী এবং পরিবারকে স্বচ্ছল হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভুমিকা পালন করে আসছিল অনেকেই আবার টাকা থেকে আয় করে সঞ্চয়স্ক্রীম হিসেবে অল্প পুজির আয়ও গড়ে তুলেছিল

শেরপুর জেলার নকলা উপজেলায় ১১৭টি গ্রামে রয়েছে ৫হাজার ন্যাশনাল কর্মী যাদের পদভারে মুখরিত হতো নকলা উপজেলার বিভিন্ন অফিস আদালত বর্তমানে থমকে দাড়িয়েছে তাদের জীবন মান দৈনন্দিন কার্যক্রম হতাশায় ডুবে থাকা এসব কর্মী না পাচ্ছেন কোন অফিসে যেতে না পাচ্ছেন কোন সাহায্য চাইতে এখন একান্তই তারা হতাশা কর্মহীনভাবে সময় কাটাচ্ছেন বঙ্গবন্ধু জাতির পিতা যুবকদের যা বলতেন তাই যুবকরা শুনত, তাই দেশটা স্বাধীনকরা অনেকটা সহজ হয়েছিল আমরাও তাই করতে চাই

মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে তাকান আপনি আমাদের অভিভাবক, আমাদের মা জননীয়, সঠিক দিক নিদের্শনা পেলে আবারও আমরা জয় করতে চাই বাংলাদেশকে করোনার মতো ভাইরাস মোকাবেলায় জনসচেতনায় কাজ করে যে কোন ভয়কে জয় করে লড়াকো সৈনিকের ভুমিকা রাখতে চাই তাই আমাদের অনুপ্রেরণা দিন দিন দিক নির্দেশনা

আরও খবর

Sponsered content

Powered by