দেশজুড়ে

মিরসরাইয়ের জোরারগঞ্জে এক সপ্তাহের মধ্যে ৫ বাড়িতে চুরি

  প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ৭:৪২:০৪ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের আবুল হোসেন পাটোয়ারির ঘরে চুরির সময় সবকিছু তছনছ করে ফেলে চোরের দেল।

আশরাফ উদ্দিন, মিরসরাই: মিরসরাইয়ে জোরারগঞ্জ থানায় গত এক সপ্তাহের ব্যবধানে ৫টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এসব চুরির ঘটনা ঘটছে। এসময় চোরের দল স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। সর্বশেষ রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় ধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আবুল হোসেন পাটোয়ারি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

আবুল হোসেন পাটোয়ারির ছেলে আমজাদ হোসেন রনি বলেন, রবিবার সন্ধ্যা ৮টার দিকে আমার মা, স্ত্রী সন্তান পাশে আমার অসুস্থ মামাকে দেখতে যান। সেখানে রাত সাড়ে ৯টা পর্যন্ত ছিলেন। এরপর বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ৩টি স্বর্নের চেইন, একটি আংটি ও আমার মা ও বোনের গচ্চিত টাকা, আমার মেয়ের ঈদ সালামির টাকা সহ প্রায় ১ লাখ ৬ হাজার টাকা নিয়ে গেছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিলো না। ঘরের সবকিছু তছনছ করে গেছে।

রনি আরো বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে ২ কিলোমিটার এলাকার মধ্যে ৫বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ২৮ জুন রাত সাড়ে ৭ টা থেকে ৯টার মধ্যে পশ্চিম হিঙ্গুলী এলাকার নিজাম উদ্দিনের বাড়িতে, ১ জুলাই বারইয়ারহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের জামালপুর গ্রামের আবুল হাশেমের বাড়িতে, ২ জুলাই হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খায়েজ আহম্মদ, ফজলুল হকের বাড়িতে ও সর্বশেষ ৩ জুলাই ধুমে আবুল হোসেন পাটোয়ারির বাড়িতে চুরির ঘটনা ঘটে।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, এলাকার চিহিৃত চোর-ডাকাতরা এখন এলাকায় নেই। অনেকে জেলে আছেন। হয়তো ছিচকে চোর মানুষের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরি করছে। তবে এখনো পর্যন্ত এসব বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সন্ধ্যার দিকে এলাকায় অপরিচিত কাউকে দেখলে পুলিশকে খবর দেওয়ার অনুরোধ করেন তিনি।

 

আরও খবর

Sponsered content

Powered by