প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৮:১১ প্রিন্ট সংস্করণ
Ò Sensitizing the Actors who can be involved in Prevention of Violence against Women at the local-levelÓনামক প্রকল্পের আওতায় ঢাকা জেলার সাভার, ধামরাই এবং মানিনকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর উপজেলায় দু সপ্তাহব্যাপী জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা (লিড এনজিও) এবং সবুজের অভিযান ফাউন্ডেশন (পার্টনার এনজিও) যৌথভাবে কর্মশালাগুলি আয়োজন করে। কর্মশালাটি গত ১৮ আগস্ট ঢাকা জেলার সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নে শুরু হয়ে গত ২৯ আগস্ট মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে শেষ হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অত্র প্রকল্পের আওতায় গঠিত VAWGs কমিটি এবং Youth কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সমন্বয়ে মোট ১৩০জন সদস্য উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা চেয়ারম্যানগণ, স্থানীয় পুলিশ প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জেনডার বিশেষজ্ঞ এন.আর. মুশফিকা লাইজু প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন এবং প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবদুল ওয়াহেদ সার্বক্ষনিক উপস্থিত থেকে তাকে সহযোগিতা করেন।