প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ১:৫৩:২২ প্রিন্ট সংস্করণ
করোনাভাইরাসের প্রভাবে এপ্রিল মাসে পোশাক খাতের বন্ধ থাকা কারখানার শ্রমিকরা মোট বেতনের ৬০ ভাগ পাবে। আর যেসব কারখানায় যে কয়দিন কাজ হয়েছে, সেসব কারখানার শ্রমিকরা মোট বেতনের পুরো অর্থ পাবেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে শ্রমভবনে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে পোশাক শ্রমিক ও মালিকদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিকপক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়। সেইসাথে প্রস্তাব করা হয়, ঈদের আগে নতুন করে কোনো শ্রমিক নেয়া বা ছাঁটাই করা হবে না।
বৈঠকে পোশাক শিল্পের মালিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএ সভাপতি রুবানা হকসহ গার্মেন্টস ব্যবসায়ী সংগঠনের নেতারা। আজ এ বিষয়ে চূড়ান্ত বৈঠকের কথা রয়েছে।