ময়মনসিংহ

কলমাকান্দায় দুর্বৃত্তের হামলায় ঢাবি শিক্ষার্থী আহত

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:৪৮:৩২ প্রিন্ট সংস্করণ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাবি পড়ুয়া এক ছাত্রীর উপর হামলা চালিয়ে মাথা ফাঠিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামে গরু ফসলি জমি খাওয়ার ঘটনা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয় মৃত আবু সামার মেয়ে ঢাবি পড়ুয়া শিক্ষার্থী কেয়া আক্তার কাকলি(২২)। আহত অবস্থায় তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঢাবি শিক্ষার্থী উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী। এছাড়াও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। কলমাকান্দা থানার ওসি মো. মাজরুল করিম ভোরের দর্পণ কে বলেন, ঢাকা পড়ুয়া আহত শিক্ষার্থী কেয়া আক্তার কাকলি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন অবস্থায় আছে। তার উপর হামলাকারীদের মধ্যে লালচাঁন (২৫) নামে একজন কে আটক করা হয়েছে। এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

আরও খবর

Sponsered content