প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৭:০৪:৩৩ প্রিন্ট সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় কর্মহীন ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে কেন্দুয়া উপজেলা ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ সমিতির উদ্যোগে কেন্দুয়া পৌর প্রাঙ্গণে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কেন্দুয়া উপজেলা ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী গোলাম মস্তুফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইঁয়া। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূইঁয়ার স লনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রকৌশলী মোহাম্মদ রাশেদুজ্জামান, প্রকৌশলী রেহান মিয়াসহ অন্যরা। পরে অতিথিরা কর্মহীন ও দুস্থদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।