প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ৭:১২:৫২ প্রিন্ট সংস্করণ
মজিবুর রহমান, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের দু’তলা বিশিষ্ট বিল্ডিং ঘরের ভেতরে উচ্চ ক্ষমতাসম্পন্ন তারবাহী বিদ্যুতের খুঁটি থাকায় প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটছে ভাড়াটিয়াদের। ঘরের ভেতরে বিদ্যুতের খুঁটি থাকার কারণে প্রায় কয়েক বছর ধরে ভাড়াটিয়ারা বিদ্যুৎতাড়িত হওয়ার শঙ্কায় দিন গুনছেন। বিদ্যুতের খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন বাড়ির মালিক আবুল কাশেম জানান ভাড়াটিয়া সাইফুল ইসলাম। জানা যায়, কেন্দুয়া পৌরশহরের আরামবাগ মহল্লার সাজিউড়া সড়কের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেমের বাড়ি। বাড়ির নিচ তলায় শোকরানা মেডিকেল আর উপরের দু’তলায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করেন। আগে ওই বিদ্যুতের খুঁটি ঘরের বাইরেই ছিল। সম্প্রতি খুঁটি ঘরের ভেতরে ফেলে বিল্ডিং সম্প্রসারণ করা হয়। অনেক দৌঁড়ঝাপ করে খুঁটির মাঝে থাকা ট্রান্সফরমারটি সরানো গেলেও খুঁটি সরানো যায়নি। ভাড়াটিয়া সাইফুল ইসলাম জানান, সন্তানদের নিয়ে সব সময় আতঙ্কে থাকি। খুঁটি সরাতে বাড়ির মালিক আগে অনেক চেষ্টা করে ট্রান্সফরমারটি সরিয়ে ছিলেন। এখন তিনি আর চেষ্টা করেন না বলেন জানায় সাইফুল। শোকরানা মেডিকেল হলের পরিচালক কামরুজ্জামান জানান, অনেক চেষ্টা তদবিরের পর পল্লীবিদ্যুৎ কতৃপক্ষ খুঁটি থেকে ট্রান্সফরমারটি সরালেও খুঁটিটি আর সরায়নি। জীবন ঝুকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বলে জানান তিনি। নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।