প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৫:০৮:৪২ প্রিন্ট সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়ায় ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় হামলার শিকার হয়েছেন আব্দুল রহিম নামে এক মুক্তিযোদ্ধা। সোমবার বিকালে পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ হামালা চালায় কতিথ এভারগ্রীণ সমিতির মালিক সিরাজুল ইসলাম। এঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল রহিমের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বাদী বলেন, খুনের উদ্দেশে তার বাবার ওপর হামলা করা হয়েছে। এর আগে ঘটনার সময় হামলাকারী সিরাজুল ইসলামকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেন। অপর দিকে গুরুতর আহত মুক্তিযোদ্ধাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার কানে সেলাই করতে হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। আহত মুক্তিযোদ্ধা আব্দুল রহিম জানান, ১৩ দিন আগে তার স্ত্রী মারা গেছেন। সিরাজুল ইসলামের সমিতি থেকে তার স্ত্রীর কিছু ঋণ নিয়েছিলেন। ঋণের সিংহভাগ টাকা পরিশোধ করলেও কিছু টাকা বাকি ছিল। ঘটনার দুই দিন আগে মুটোফোনে ঋনের টাকা পরিশোধের তাগিদ দেয় সিরাজ। এসময় মুক্তিযোদ্ধা তার স্ত্রী মারা যাওয়ার বিষয়টি জানালে সিরাজ আপত্তিকর উত্তর দেন। সোমবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামান্য কথার কাটাকাটির এক পর্যায়ে তার ওপর হামলা চালানো হয় বলে দাবী করেন তিনি। মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রহমান বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দাসহ দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। কেন্দুয়া থানা ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেপ্তার করা হয়েছে।