স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৫

  প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ৬:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৫
ফাইল ছবি

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কিশোর (১৪), অপরজন নারী (৪৮)। একই সময়ে সারাদেশে নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে আরও ১৯৫ জন। 

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। 

এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬০ জন (সিটি করপোরেশন বাদে), ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুজন ভর্তি হয়েছেন।

আজকের দুজন নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে।  তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৫ জন।

আরও খবর

Sponsered content