প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৮:৩৫ প্রিন্ট সংস্করণ
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত রেজিস্ট্রেশন নং-১১৬৬০। একটি অলাভজনক স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থা । মুজিব শতবর্ষ উপলক্ষে রবিবার বিকাল ৪ঘটিকায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হলরুম, ঢাকা ‘হৃদয়ে বঙ্গবন্ধু ও উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দেশরত্ন স্বর্ণপদক ২০২০ প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে দেশরত্ন স্বর্ণপদক ২০২০ মনোনিত হয়ে পদক গ্রহণ করেন ফুলবাড়িয়া উপজেলার ৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন বাদল। পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। এর আগে সংস্থার ১১তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক মো: জয়নাল আবেদীন বাদলকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে দেশরত্ন স্বর্ণপদক ২০২০ প্রদানের লক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।