বাংলাদেশ

দেশে করোনায় ১ জনের মৃত্যু

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:০৪:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৬৪৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৯৪ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৯১ শতাংশ।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content