প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:০৪:২৭ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৯৪ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৯১ শতাংশ।
সূত্র : ইউএনবি