রাজশাহী

ধামইরহাটে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২০ , ৫:০৮:০৬ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার মিশন মাঠে আদিবাসী নারী ফুটবলারদের নিয়ে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় বেনীদুয়ার যুব সংঘের উদ্যোগে ৮ টিমের এ খেলার উদ্বোধন করেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান। বেনীদুয়ার ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী’র সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বেনীদুয়ার আদিবাসী কিশোরী দল বনাম পতœীতলার চাঁনপুকুর আদিবাসী কিশোরী দল অংশগ্রহণ করেন। রেফারী প্রণয় কিষ্কুর নেতৃত্বে এই ক্রীড়া শৈলী অনুষ্ঠানে সহকারী পাল পুরোহিত বাপ্পীক্রুশ, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, আন্তনী হেমব্রম, ওয়ার্ড আ’লীগ সভাপতি রফিকুল আতিক কনক, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য জোনাস মার্ডি, বেনীদুয়ার যুব সংঘের অন্যতম সদস্য পংকজ তপ্ন, শিশির মার্ডি, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেক, নারী নেত্রী ইমেলদা মারান্ডী প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় পতœীতলা, জয়পুরহাট জেলার, দিনাজপুরের বিরামপুর, ঘোড়াঘাট রাাজশাহী সহ বিভিন্ন এলাকা থেকে আদিবাসী নারী ফুটবলাররা অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content