প্রতিনিধি ৩ মে ২০২০ , ৭:২১:৫৯ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ির সামনে পুকুর পাড়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ গামারীতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়,দক্ষিন গামারীতলা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মজিদর সাথে একই গ্রামের আদম আলীর সাথে বিরোধ চলছিল। তারই জের ধরে শনিবার আঃ মজিদের বাড়ির সামনে পুকুর পাড়ে ফসলের জমিতে যাওয়ার রাস্তায় বেড়া দিয়ে দেয় আদম আলী গংরা। এতে ফসলের ক্ষেতে যেতে পারছেন না আঃ মজিদ।
এ ঘটনায় আঃ মজিদের ছেলে আবুল কালাম বাদী হয়ে রবিবার দুপুরে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।