প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৭:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর)প্রতিনিধি: নকলা উপজেলার মেহেদী ডাঙ্গা বিল, যার বৈধ ইজারাদার মজিবর রহমান ও মুসলেম উদ্দিন। তারা ভোগদখল অবস্থায় প্রতিপক্ষরা মজিবর ও মুসলিমের পক্ষের ৭ ব্যক্তিকে পিটিয়ে আহত করে। বিলের মাছ জোড় করে ধরে নিয়ে যায়। দেড় লাখ টাকার জাল পুড়ে দেয়। পাহাড়াদারের ঘর ভাঙ্গচুর করে।
বিষয়টি জেলা প্রশাসক শেরপুর কে মজিবর লিখিত ভাবে জানালে বৃহস্পতিবার বিকেলে নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম সরজমিনে পরিদর্শন করে আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।