রাজশাহী

নাটোরে স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ৪:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ

নাটোর প্রতিনিধি:

নাটোরে স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার নাটোর সদর হাসপাতালের ডা. নূরুল হক মিলনায়তনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষ্যে নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ এক আলোচনা সভারও আয়োজন করে।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. আনিসুজ্জামান পিয়াস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আনছারুল হক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সম্পাদক মো. জালাল উদ্দিন, নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

আরও খবর

Sponsered content