দেশজুড়ে

নালিতাবাড়ীতে বিষপানে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৪:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে বিষপানে যুবকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষপান করে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈলতৈল গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম আমিরুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমিরুল। পরবর্তীতে তিনি বমি করতে থাকলে স্থানীয়রা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ঘাকপাড়া বাজার এলাকায় তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, আমিরুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content