প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৪:১২:৩৫ প্রিন্ট সংস্করণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর বকশীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষের তথ্য পেয়ে অভিযান চালিয়ে ২জন কে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার সকালে বকশীগঞ্জ উপজেলার জানকিপুর ভাটিয়াপাড়া এলাকার আসামী নুরুল ইসলামের বাডী সংলগ্ন তার নিজ বাগানে অভিযান চালিয়ে ৭৮০ টি গাঁজার গাছ জব্দ করা হয়। এসময় গাঁজা ক্রয় বিক্রয়রত অবস্থায় আরো ১০০গ্রাম গাঁজা সহ মাদক ব্যাবসায়ী স্বপন(২৬) সহ নুরুল ইসলাম (৫৫) কে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।