ভোরের দর্পণ ডেস্ক:
বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন কাজ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের আগে এমনটি বলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।
গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জাতীয় কমিটির এক নৈশভোজে চিনপিংয়ের লেখা চিঠি পড়ে শোনান মার্কিন চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং। ওই চিঠিতে সি বলেন, চীন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহেই ভার্চ্যুয়ালি এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।