প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ৭:২০:৪১ প্রিন্ট সংস্করণ
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের চেরাপুঞ্জিত ও মেঘালয়ে ভারি বর্ষণের কারনে বাংলাদেশে নেমে আসা পাহাড়ী ঢলে সুমেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। টানা চতুর্থ বারের সৃষ্ট বন্যায় রাস্তা ঘাট ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মধ্যনগর থানার বংশীকুন্ডা(উঃ) ইউনিয়নের বাকাতলা গ্রামের কৃষক মো. রমযান আলী বলেন, এই বন্যায় আমাদের ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। আমি ১৩ কেয়ার জমি রোপণ করেছিলাম সবটুকুই বন্যার পানিতে ডুবে গেছে। এবং সীমান্তের কাছে আদিবাসীদের কিছু জমি আছে যেগুলো উঁচু হওয়ার কারনে বন্যার পানিতে ডোবেনি। আদিবাসী ট্রাইবাল চেয়ারম্যান আশুতোষ হাজং বলেন, আমাদের সীমান্ত এলাকার ২০-২২ টি গ্রামের কৃষকের জমির ফসল বন্যার পানিতে ডুবে গেছে। পুনরায় নতুন করে রোপন করার কোনো ব্যবস্থা নেই। অনেক কৃষক ঋণ করে জমি চাষাবাদ করেছে। জমির ফসল ডু যাওয়ায় কৃষকেরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন। ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ভোরের দর্পণ কে বলেন, পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ধর্মপাশা উপজেলার ৪ টি ইউনিয়নের প্রায় ৭৫০ হেক্টর জমির আমন ফসল পানির নিচে ডুবে গেছে। এতে করে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রণোদনার ব্যবস্থার করা হবে।