প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ৪:৫৩:৫৪ প্রিন্ট সংস্করণ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের সবকটি পয়েন্টকে সিসি ক্যামেরার আওতার আনার জন্য কলেজ মোড়ে সিসি ক্যামেরায় ধারণের উদ্বোধন করা হয়েছে। নাগেশ্বরী বণিক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলালের সভাপতিত্বে এ সময় উদ্বোধনী সভায় বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারি পুলিশ সুপার লুৎফর রহমান, অফিসার ইনচার্জ রওশন কবির, নাগেশ^রী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বণিক সমিতির সাধারণ সম্পাদক অনিছুর রহমান জিন্নু, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন ধলু সওদাগর, আওয়ামী লীগ নেতা রওশন আলম প্রমুখ।