প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ৭:০৫:২৬ প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধি : ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার সৈয়দপুর সাহেবপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম কমল। সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক মোনায়মেনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তারক বন্ধু বর্মা, যুগ্ম আহবায়ক নিজাজুল হক, সদস্য সচিব রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।