আইন-আদালত

অর্থ পাচার মামলা: হাইকোর্টে ফরিদপুরের আবুর ৬ মাসের জামিন

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২১ , ১:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

 

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগের মামলার আসামি ফরিদপুরের আনোয়ার হোসেন আবু ফকিরকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।

আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মিন্টু কুমার মণ্ডল।

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার জনৈক সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে সাজ্জাদ, রুবেলসহ নয়জনকে গত ৭ জুন গ্রেফতার করে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে অর্থ পাচার, অস্ত্র আইনসহ বিভিন্ন মামলা হয়।

সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ আসামিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মানি লন্ডারিংয়ের ও মামলায় আনুমানিক দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।

এ মামলায় গ্রেফতার করা হয় আবুকে।

আরও খবর

Sponsered content

Powered by