দেশজুড়ে

করোনায় প্রাণ গেলো রানা প্লাজার মালিকের

  প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৫:৫০:১৪ প্রিন্ট সংস্করণ

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে ভয়াবহ শ্রমিক দূর্ঘটনা ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক ওরফে কুলু খালেক (৬৮) মৃত্যু বরন করেছে। করোনা রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন বলে জানা গিয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার শরীরে করোনার সনাক্ত হয়েছে। গত সপ্তাহে তার করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষায় পজেটিভ আসে।

এদিকে ভবন নির্মানে নকসা জালিয়াতি, রানা প্লাজা ধসের ঘটনা, মাদক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলায়  আব্দুল খালেক এর পুত্র  সোহেল রানা প্রধান আসামী হিসাবে কারাবন্দি রয়েছেন। রানা প্লাজা দুনীতি মামলায় আবদুল খালেক   স্ত্রী বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে সাভার পৌর এলাকায় নিজ বাসায় বসবাস করে আসছিলেন আব্দুল খালেক। 

উল্লেখ্য, ২০১৩ সালে সাভার বাজার বাস স্ট্যান্ডে রানা প্লাজা ধসে ৫টি কারখানয়  ১১ শ্রমিক মৃত্যুবরণ করেন। সময় আহত পঙ্গুত্ব বরন করেন কয়েক হাজার শ্রমিক। ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামী ছিলেন আব্দুল খালেক।

আরও খবর

Sponsered content

Powered by