চট্টগ্রাম

অল্প বৃষ্টিতেই চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ৯:০২:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

টানা কিংবা লাগাতার বৃষ্টি নয়, সামান্য ঘন্টাখানেকের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় পানি জমে নগরজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। হঠাৎ সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরী হওয়ায় কর্মমুখী মানুষকে পড়তে হয়েছে বিপাকে। শনিবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ৫০ মিনিট পর্যন্ত এ বৃষ্টি বর্ষিত হয় চট্টগ্রামে। ফলে নগরীর বহদ্দারহাট, চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের বেশকিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকায় কোথাও হাটু পানি, কোথাওবা তার চেয়ে বেশি।

আগ্রবাদ গোসাইলডাঙ্গার বাসিন্দা আয়াত আহমেদ বলেন, অফিসের কাজে যেতে হবে ইপিজেড। কিন্তু সড়কে বের হয়ে দেখি হাঁটু পানি জমে আছে। এতে করে যানজট ও গাড়ীর ভোগান্তি দুটোই বেড়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা মেঘনাথ তংচং জানান, গুড়ি গুড়ি বৃষ্টিতে নগরজুড়ে কিছুটা জলাবদ্ধতা তৈরী হয়েছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তা কমে এসেছে। এ রকম বৃষ্টি আরও দু/একদিন হওয়ার সম্ভাবনা আছে। তবে সেটা পরিমানে কম হতে পারে।

আরও খবর

Sponsered content

Powered by