ঢাকা

আগুনের ঘটনায় যারাই জড়িত থাকুক ব্যবস্থা নেওয়া হবে : র‍্যাবের ডিজি

  প্রতিনিধি ৯ জুলাই ২০২১ , ৬:২৮:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) এখানে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি চালানো হচ্ছে, কেউ যদি কোনোভাবে প্রাণে বেঁচে থাকে তাকে উদ্ধারেরও চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি, কল কারখানা অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এসব তদন্ত রিপোর্টে আগুন লাগার সঠিক কারণ বেরিয়ে আসবে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‍্যাবের মহাপরিচালক ।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এখানকার সকল শ্রমিক ভাইদের ধৈর্য ধরার অনুরোধ করছি। যাতে কেউ মিথ্যা বা কোনো গুজব না ছড়ায় সেদিকেও নজর দিতে হবে।’

এ সময় কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক নাসির উদ্দীন বলেন, ‘এখানে কারও কোনো গাফিলতি ছিল কি না সেটা তদন্ত করা হচ্ছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।’

আরও খবর

Sponsered content

Powered by