আন্তর্জাতিক

আবারও ইউক্রেন যুদ্ধের কমান্ডার পরিবর্তন রাশিয়ার

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৩ , ৭:৪৩:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আবারও ইউক্রেন যুদ্ধের কমান্ডার পরিবর্তন করেছে রাশিয়া। চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গিরাসিমভকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। হামলার কয়েক মাস পর ইউক্রেনের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। পরে রুশ সামরিক বাহিনীতে ‘নির্মম’ হিসেবে আখ্যায়িত জেনারেল সের্গেই সুরোভিকিনকে যুদ্ধের কমান্ডার করা হয়। এর তিন মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জেনারেল সুরোভিকিনকে বদলানোর সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল ‘সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করা এবং রুশ বাহিনীর পরিচালনার মান ও কার্যকারিতা উন্নত করা।’

আরও খবর

Sponsered content

Powered by