দেশজুড়ে

আশুলিয়ায় বাজার পরিদর্শন কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপর হামলা

  প্রতিনিধি ৭ মে ২০২০ , ৯:১১:২০ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তার নাজিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ঘটনায় বুধবার রাতে আশুলিয়া থানায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে মামলা (নং/২৯৬) দায়ের করেন মামলায় পূর্ব পরিকল্পিত হামলা অংশ হিসাবে জনের নাম উল্লেখসহ বেশ কয়েক জনকে আসামী করা হয়েছে এদিকে ঘটনার পর থেকে আসামীরা গ্রেফতার এড়াতে  পলাতক রয়েছে 

আশুলিয়া থানা পুলিশ এজাহার  সূত্রে জানা গিয়েছে, বুধবার  সকাল সাড়ে  ৯টার দিকে আশুলিয়া হাটবাজার পরিদর্শনে যান আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ তার নাজির মো: ইবকাল হোসেন

সময় একজন সাদা টিশার্ট প্যান্ট পড়া ব্যক্তিকে নাম ঠিকানা জিজ্ঞাস করলে সে এবং তার সঙ্গে সবুজ লুঙ্গি কমলা রংয়ের টিশার্ট  পড়া ব্যক্তি আমাদের দুর্ব্যবহার করেন এবং আমাদের কাজে বাধা প্রদান করেন কথা কাটাকাটির এক পর্যায়ে আমরা চলে আসতে চাইলে দুব্যক্তি অজ্ঞাতনামা ৪০ থেকে ৪৫ জন লোক ডেকে এনে আকস্মিকভাবে আমাদের উপর আক্রমণ করে এবং এলোপাথারি আঘাত করে

 এই হামলাটি পূর্ব পরিকল্পিত ভাবে  চালানো  হয়েছে বলে আশুলিয়া রাজস্ব সার্কেলে সহকারী (নাজির) মো: ইশবাল হোসেন বাদী হয়ে সর্ব সাং ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার   টংঙ্গাবাড়ী গ্রামে উল্লেখ করে মৃত মজুল মাদবর এর ছেলে রুহুল মাদবর, মৃত কফিল উদ্দিন ব্যাপারীর ছেলে আবু তালেব বাবু, আলি মাদবর এর ছেলে  আলামিন মাদবর মৃত হরিদাস সাহার ছেলে বিপ্লব সাহাসহ বেশ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করে 

আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেননিয়মিত হাটবাজার পরিদর্শন করা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাজ এর অংশ হিসাবে বুধবার সকালে আশুলিয়া হাটবাজার পরিদর্শনে যাই আমি আমার নাজির সাহেব সময় মামলার উল্লেখিত ব্যক্তিসহ বেশ করেক জন আমাদের উপরে  পরিকল্পিত ভাবে হামলা চালায়

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন , আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপরে হামলার ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে ঘটনায় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বিভিন্ন জাগায় অভিযান চালানো হচ্ছে

আরও খবর

Sponsered content

Powered by