ঢাকা

আড়াইহাজারে শ্মশানের জায়গা জবর দখলের অভিযোগ

  প্রতিনিধি ২৩ জুন ২০২১ , ৮:০৪:৪৬ প্রিন্ট সংস্করণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হিন্দুদের শ্মশানের জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনয়নের পূর্বকান্দী এলাকায়। এ ব্যপারে ইউনিয়নের হিন্দু অধিবাসিদের পক্ষ থেকে শ্রী সুনিল চন্দ্র বাদী হয়ে বুধবার সকালে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের সূত্রে জানা যায় যে, ঝাউকান্দী মৌজায় এস এ-১০১২ নং দাগে ৮ শতাংশ জায়গার উপর কালাপাহাড়িয়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ সৎকারের একমাত্র শ্মশানটি অবস্থিত।

কিন্তু স্থানীয় আম্বর আলী নামে এক প্রভাবশালী ব্যাক্তি বেশ কিছুদিন যাবত শ্মশানটি জবরদখল করার পায়তারা ও হুমকী দিয়ে আসছিল। সেই মোতাবেক ১২ জুন থেকে আম্বর আলী ওই শ্মশানে নদী থেকে ড্রেজার দিয়া মাটি ভরাট করছে।

ইউনিয়নবাসি হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তাতে বাধা দিলে আম্বর আলী তাদেরকে প্রাণ নাশের হুমকী দেয়। এ ব্যাপারে আড়াইহাজার থানার ডিউটি অফিসার এ এস আই মোমেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by