আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে ইউক্রেনে গোলাগুলিতে ৫ সেনা নিহত

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২২ , ৫:১৫:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে এক সেনা সদস্যের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউক্রেনের পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় দেশটির ন্যাশনাল গার্ড বাহিনীর এক সেনাসদস্য পাঁচ নিরাপত্তা সদস্যকে গুলি করে হত্যা করে। এ সময় ওই সেনাসদস্যের গুলিতে আরও ৫ জন আহত হয়। গুলির কারণ জানা যায়নি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইউক্রেনের নিপরোর পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানায় বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। সৈন্যদের কাছে অস্ত্র প্রদানের সময় অভিযুক্ত সেনা অন্য পাঁচজনকে গুলি করে হত্যা করে। পরে অভিযুক্ত সেনাসদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া সেনার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী সেনা কালাশনিকভ রাইফেলের সাহায্যে অন্যদের ওপর গুলি করে এবং এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

আরও খবর

Sponsered content

Powered by