বাংলাদেশ

এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৭০ জন

  প্রতিনিধি ১২ জুলাই ২০২১ , ৬:২৭:১৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন বেড়েই চলেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। এর মধ্যে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে মশাবাহিত রোগ ডেঙ্গ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন হাসপাতালে গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৭০ জন ভর্তি হয়েছেন। আর জানুয়ারি থেকে প্রায় ৭৯৬ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৫৮৭ জন সুস্থ হয়েছেন।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে শিগগিরই রাজধানীর দুটি সিটি করপোরেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

মন্ত্রী বলেন, যদি কেউ এডিস মশা প্রজনন এবং জরিমানা ও অন্যান্য শাস্তির মাধ্যমে সরকারি নির্দেশনা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিএইচএসের তথ্য অনুসারে, ২০২০ সালে ১ হাজার ১৯৩ জন ডেঙ্গুজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by