দেশজুড়ে

এবার ’লকডাউন’ হল পর্যটন কেন্দ্র কক্সবাজার

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২০ , ৬:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ

ইসলামমাহসুদ, কক্সবাজার ঃ হু হু করে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এবার পর্যটন রাজধানী কক্সবাজার জেলাকে’লকডাউন’ ঘোষণা করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট মোঃকামাল হোসেন বুধবার(৮ এপ্রিল) বিকেল ৪টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দিয়েছেন। এই ঘোষাণার মধ্য দিয়ে কক্সবাজার জেলার কোন মানুষ জেলার বাহির যেতে পারবেন না, আর বাইরের জেলার কোন মানুষ কক্সবাজার জেলায় ঢুকতেপারবেনা।
জেলা প্রশসনের ফেসবুক ফেইজে আনুষ্ঠানিক এ ঘোষণা দেয়া হয়্। যদিও এত দিন ধরে কক্সবজার জেলায় অলিখিত ’লকডাউন’ চলছিল। ওই সময়ে লোকসমাগম ,যানবাহন চলাচল সীমিত থাকলেও এখন থেকে এ জেলার বাইরে যাওয়া আসা বন্ধ হয়ে গেল।
জেলা প্রশাসক মোঃকামাল হোসেন তাঁর আদেশে বলেছেন, “জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সকল আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।”তবে এই ঘোষণাছাড়া বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এতোমধ্যে কক্সবাজারে ১ জন করোনা আক্রান্ত খবর রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by