রাজশাহী

করোনা সচেতনতায় জয়পুরহাট জেলা পুলিশের প্রচারণা

  প্রতিনিধি ২২ মার্চ ২০২১ , ১০:০৫:০৫ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে জয়পুরহাট জেলা পুলিশ।

এ উপলক্ষে সচেতনতামূলক একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে শেষ হয়। সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্টে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা।

পরে তিনি পুলিশ সদস্যদের সাথে নিয়ে বাসে থাকা সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।

এসময় জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মেস্তাক, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Powered by